Sunday, November 10, 2013

সমান্তরাল রেখা

তুমি, আমি আর অন্যরা সবাই
হেটে যায় সমান্তরাল রেখায়
আমরা কেউ কারু হৃদয় ছুতে পারিনি
খুব কাছে ছিল অথচ যোজন দূরে
সমুদ্র আর আকাশের নীলে মিশে
মরিচিকার মত ছুটে
তবু কি রেহায় পেলো কেউ?
হৃদয় খুড়ে আকাশ জুড়ে
লবনাক্ত জল জমে মেঘ হলো
অশ্রু হয়ে নামলো আমার চোখে...
তুমি ভয় পেলে
ভাবলে
দুরত্ব ভেঙ্গে আমি বুঝি পৌছে যাবো
তোমার কাছে
দাবী করে বসবো তাজমহল
তুমি আড়াল করলে তোমাকে
অজুহাতের পাহাড় জড়ো করে

ভুলে গেলে
তুমি, আমি আর অন্যরা সবাই
হাটছি সমান্তরাল রেখায়

No comments:

Post a Comment