যে ভালবাসে
সে পাথরকেও ভালবাসে
পাথর খুদে মমতাময়ী মায়ের ছবি আঁকে
যে ভালবাসেনা
সে পেশাদার অভিনেতা
পেশারও এমন দাবী!!
পেশাদার খুনীও মিলনবীর্যে
সন্তাণের পিতা হয়...
সেই সন্তানও
প্রেমিক হতে পারে
যে ভালবাসে সে বার বার
ভুল করে
ভালবাসে
পাথরের বুকে মাথা রেখে
হৃদয় খোঁজে
ঝর্ণার শব্দকে হৃদস্পন্দন ভেবে ভুল করে
যে ভালবাসে
সে ভুল করে
বার বার
ভালবেসে
সে পাথরকেও ভালবাসে
পাথর খুদে মমতাময়ী মায়ের ছবি আঁকে
যে ভালবাসেনা
সে পেশাদার অভিনেতা
পেশারও এমন দাবী!!
পেশাদার খুনীও মিলনবীর্যে
সন্তাণের পিতা হয়...
সেই সন্তানও
প্রেমিক হতে পারে
যে ভালবাসে সে বার বার
ভুল করে
ভালবাসে
পাথরের বুকে মাথা রেখে
হৃদয় খোঁজে
ঝর্ণার শব্দকে হৃদস্পন্দন ভেবে ভুল করে
যে ভালবাসে
সে ভুল করে
বার বার
ভালবেসে
No comments:
Post a Comment