তোমাকে তো বলা হয়নি
এখানে একেবারে শীত এসে গেল
হাড় কাঁপানো
এই তো আজকালের মধ্যেই
তুষারপাত শুরু হবে
অন্ধকারে
ঘরের ভেতরে বসে
শুভ্র তুষারপাত দেখবো চাঁদনিরাতে
তোমার বুকে মাথা রেখে...
ও ভুলে গেছি বলতে তোমাকে
এখন আমি ভুলে গেছি
ভাপা পিঠে বানাতে
এখানে একেবারে শীত এসে গেল
হাড় কাঁপানো
এই তো আজকালের মধ্যেই
তুষারপাত শুরু হবে
অন্ধকারে
ঘরের ভেতরে বসে
শুভ্র তুষারপাত দেখবো চাঁদনিরাতে
তোমার বুকে মাথা রেখে...
ও ভুলে গেছি বলতে তোমাকে
এখন আমি ভুলে গেছি
ভাপা পিঠে বানাতে
No comments:
Post a Comment