Sunday, January 18, 2015

অচল সিকি

সিকির দুই পিঠেই সেই এক মুখ
তাই বলা হলো 
যখন বিশ্বাস করবে 
তখন চোখ বন্ধ রেখো
যখন বিশ্বাস ভংগ হবে 
তখন ভাগ্যকে কষাঘাত করো
যা বলা হয়
তা বলা হয়
তার জন্য
যে বলে
যাকে বলে তাকে অন্ধ হতে বলে
চোখ বুজলেই
সর্বস্ব নিয়ে পালিয়ে যায়
শুধু ভাগ্যকে ফেলে যায়
কষাঘাতের জন্য

No comments:

Post a Comment