Sunday, November 10, 2013

আধখানা যুগ ধরে

আধখানা যুগ ধরে
আধখানা শহর পেরুতেই
অপরিচিত হয়ে গেল
পরিচিত মুখ
আধখানা মনের খড়কুটো সব
ভুল হয়ে নীল হলো
সমুদ্রের গভীরে বিলীন হলো
সুখ শব্দ সব
যা কিছু মিথ্যা ছিল
আটপৌড়ে জীবনে নুন আর পান্তা...
খরিদে ব্যয় হয়ে গেল
আজ আর আগামীকালের ব্যবধান
তবু বুদ্বুদ উঠে
মৃত মাছের ফেনা মুখে
শীতল চোখে সে কিনারাতে ভাসে
আধখানা যুগ ধরে

তোমার মিথ্যাগুলো

তোমার মিথ্যাগুলো
সাজিয়ে রেখেছি সব
সকাল, দুপুর আর মাঝরাত্রিতে
মিথ্যা হাসিগুলো সাজিয়েছি চোখের তারায়
আমার সবচেয়ে প্রিয়
মিথ্যা অভিমানগুলো রেখেছি ঠোটে

ক্ষোভ, আক্রোশ আর মিথ্যা অপবাদ্গুলো
ফিরিয়ে দিয়েছি তোমাকে
ওসবে আমার আগ্রহ নেই...

ভালবাসাতে লোভ ছিল
জানি তা মিথ্যা
তবু
হাত বাড়িয়ে রাখি
স্পর্শ করবো বলে প্রতিদিন
সকাল, দুপুর আর মাঝরাত্রিতে

সকালের হিমেল রোদে
ওরা উধাও হয়ে গেলে
আমি জোরে জোরে হাটি
তারপর দৌড়াতে থাকি
ঘোড়দৌড়ে ক্লান্ত
বাতিল ঘোড়ার মত

অপেক্ষা করি দুপুর অবধি
তপ্ত রোদে হয়তোবা রঙ্গ ফিরে পাবে

তবু মাঝরাত্রি আসে
তবু ওরা মিথ্যা থেকে যায়
তবু সাজিয়ে রেখেছি
সকাল, দুপুর আর রাত্রিতে

তুষার

তোমাকে তো বলা হয়নি
এখানে একেবারে শীত এসে গেল
হাড় কাঁপানো

এই তো আজকালের মধ্যেই
তুষারপাত শুরু হবে
অন্ধকারে
ঘরের ভেতরে বসে
শুভ্র তুষারপাত দেখবো চাঁদনিরাতে
তোমার বুকে মাথা রেখে...

ও ভুলে গেছি বলতে তোমাকে
এখন আমি ভুলে গেছি
ভাপা পিঠে বানাতে

ফাঁকা

আমি সত্যিই কাছে এসেছিলাম

খুব কাছে

জীবন থেকে কিছু দূর
তোমার হাত ধরে যেতে
মৃত্যুর কাছে

সব উৎকণ্ঠা জয় করে
সব বাঁধা পেড়িয়ে...
আমি সত্যিই কাছে এসেছিলাম
অগ্রাহ্য করে
তোমার প্রতিবিম্বের ইশারাকে

প্রতিবিম্ব ইশারাতে বলেছিল
আমাকে খোজনি তুমি কখনও
আমাকে চাওনি তুমি কখনও

এই কাছে আসা ছিল
নিছক আমার মনের ভুল

এই ভালবাসা ছিল সুপ্ত
শুধুই আমার হৃদয়ে

তুমি আমাকে ভালবাসোনি কখনও

বনিক ভালবাসা

আমি হৃদয় খুলে দেখিয়ে দিলাম ভালবাসা
তুমি শিশুর মত বোবা চোখে দেখলে চেয়ে চেয়ে
তোমার হৃদয়ে উকি দিয়ে দেখি
তুমি মুখস্ত করছো যাত্রার পালা
ভুগোলের উত্তর, দক্ষিন, বাম আর ডানের দুরত্ব
কম্পাস দিয়ে মাপজোক করে
ঘড়ি ধরে পৌছে যাবে
কতটুকু সময় থাকবে সেখানে
যতটুকু সময় দর্শকেরা এসে পৌছুতে না পারে
দর্শকেরা পৌছে গেলে তুমি ...
হিসাব করে সময় দেবে
উজাড় করে ভালবাসা নেবে
তারপর তুমি হেটে চলে যাবে
মনের ভুলে চলে আসা অপরিচিত মন থেকে
অন্য কোন মনে
যেখানে অপেক্ষা করে ভালবাসা
তুমি আওড়ে যাবে মুখস্ত করা
যাত্রার পালা
ভালবাসা

সমান্তরাল রেখা

তুমি, আমি আর অন্যরা সবাই
হেটে যায় সমান্তরাল রেখায়
আমরা কেউ কারু হৃদয় ছুতে পারিনি
খুব কাছে ছিল অথচ যোজন দূরে
সমুদ্র আর আকাশের নীলে মিশে
মরিচিকার মত ছুটে
তবু কি রেহায় পেলো কেউ?
হৃদয় খুড়ে আকাশ জুড়ে
লবনাক্ত জল জমে মেঘ হলো
অশ্রু হয়ে নামলো আমার চোখে...
তুমি ভয় পেলে
ভাবলে
দুরত্ব ভেঙ্গে আমি বুঝি পৌছে যাবো
তোমার কাছে
দাবী করে বসবো তাজমহল
তুমি আড়াল করলে তোমাকে
অজুহাতের পাহাড় জড়ো করে

ভুলে গেলে
তুমি, আমি আর অন্যরা সবাই
হাটছি সমান্তরাল রেখায়

যে ভালবাসেনা সে ভালবাসেনা

যে ভালবাসে
সে পাথরকেও ভালবাসে
পাথর খুদে মমতাময়ী মায়ের ছবি আঁকে

যে ভালবাসেনা
সে পেশাদার অভিনেতা
পেশারও এমন দাবী!!

পেশাদার খুনীও মিলনবীর্যে
সন্তাণের পিতা হয়...
সেই সন্তানও
প্রেমিক হতে পারে

যে ভালবাসে সে বার বার
ভুল করে
ভালবাসে
পাথরের বুকে মাথা রেখে
হৃদয় খোঁজে
ঝর্ণার শব্দকে হৃদস্পন্দন ভেবে ভুল করে
যে ভালবাসে
সে ভুল করে
বার বার
ভালবেসে