আধখানা যুগ ধরে
আধখানা শহর পেরুতেই
অপরিচিত হয়ে গেল
পরিচিত মুখ
আধখানা মনের খড়কুটো সব
ভুল হয়ে নীল হলো
সমুদ্রের গভীরে বিলীন হলো
সুখ শব্দ সব
যা কিছু মিথ্যা ছিল
আটপৌড়ে জীবনে নুন আর পান্তা...
খরিদে ব্যয় হয়ে গেল
আজ আর আগামীকালের ব্যবধান
তবু বুদ্বুদ উঠে
মৃত মাছের ফেনা মুখে
শীতল চোখে সে কিনারাতে ভাসে
আধখানা যুগ ধরে
আধখানা শহর পেরুতেই
অপরিচিত হয়ে গেল
পরিচিত মুখ
আধখানা মনের খড়কুটো সব
ভুল হয়ে নীল হলো
সমুদ্রের গভীরে বিলীন হলো
সুখ শব্দ সব
যা কিছু মিথ্যা ছিল
আটপৌড়ে জীবনে নুন আর পান্তা...
খরিদে ব্যয় হয়ে গেল
আজ আর আগামীকালের ব্যবধান
তবু বুদ্বুদ উঠে
মৃত মাছের ফেনা মুখে
শীতল চোখে সে কিনারাতে ভাসে
আধখানা যুগ ধরে