Monday, August 6, 2012

ততক্ষন

বুকের ভেতরে এখন আর কোন হট্টগোল নেই
সবকিছু চুপচাপ
হাটবাজার বন্ধ
কারফিউ লেগেছে বুকের শহরে
এখন শুধু চুপচাপ
নিঃশব্দে শিরাউপশিরা দিয়ে রক্ত চলাচল করে
থেমে যায় এক এক সময় সেখানে
যেখানে স্থবিরতা
পোকা লাগা গোলাপ মরখুন্ডে ফুল প্রসব করে
তবু বেঁচে থাকে খর্বকায়
শেকরে প্রান থাকা অবধি

No comments:

Post a Comment