Sunday, July 1, 2012

একটু সময়

 
রোজ রোজ এসে দাঁড়িয়ে থাকি
আলো আঁধারে প্রতিবিম্ব খুঁজি
সবগুলো পথে অলিতেগলিতে
অনাড়ম্বর জীবনে এক চিলতে রোদ্দুর খুঁজি
স্যাতস্যাতে ভিজে গাছের ছ্যাদলাতে
গুড়ি গুড়ি পোকামাকড়ের আসা যাওয়া
প্রানের স্পন্দন সবখানে
জানিনা কোন প্রত্যাশায়
... যেমন তেমন এখানে ওখানে
সবখানে সবাই তৈরি
পুরা করতে জীবনচক্র
কেনো অযথা মনে হয় তবু
বেঁচে থাকা
এসে দাঁড়িয়ে থাকি রোজ রোজ
এগিয়ে নেবো কিছুটা পথ
নীল, সবুজ, আর লাল
সবগুলো সময় এসে দাঁড়িয়ে থাকি
পরিপূর্ন বলে কিছু নেই
শুধু আছে গতি, শব্দ, পথচলা

No comments:

Post a Comment