এক তরফা ঢালাও নাম দিওনা
অনুভূতির
এক এক সময় এক এক রকম
এক এক সময় এক এক কারন
এক এক সময় এক এক ধরন
দুঃখগুলো শেষমেশ একসাথে মিশে গেলেও
সব নীল রঙ এক নয়
আকাশের সব রঙ ভিন্ন ভিন্ন
কারু সাথে কারু মিল নেই
হাতের রেখার মত
অনুভূতিগুলো তেমনি
এক এক বেদনা এক এক রকম
একবিন্দু সুখের মুখ দেখতে
আকাশ আর মাটির সমান ব্যাথার সাগর পেরুতে হয়
তবু তাকে ধরে রাখা যায়না এক মুহূর্ত
উধাও হয় এক নিমেষেই
খোঁজখবর না দিয়েই
ঠিকানা না রেখেই
কত শত মিনতি না শুনেই
এলোমেলো বাতাসে শূন্যে ভাসে
টুকরো কথা
ভালবাসার শব্দ
তেতো ইতিহাস
নিমের রসে মড়কের ওষুধ
এক এক অনুভূতি এক এক রকম
মিল নেই কারু সাথে কারুর
অনুভূতির
এক এক সময় এক এক রকম
এক এক সময় এক এক কারন
এক এক সময় এক এক ধরন
দুঃখগুলো শেষমেশ একসাথে মিশে গেলেও
সব নীল রঙ এক নয়
আকাশের সব রঙ ভিন্ন ভিন্ন
কারু সাথে কারু মিল নেই
হাতের রেখার মত
অনুভূতিগুলো তেমনি
এক এক বেদনা এক এক রকম
একবিন্দু সুখের মুখ দেখতে
আকাশ আর মাটির সমান ব্যাথার সাগর পেরুতে হয়
তবু তাকে ধরে রাখা যায়না এক মুহূর্ত
উধাও হয় এক নিমেষেই
খোঁজখবর না দিয়েই
ঠিকানা না রেখেই
কত শত মিনতি না শুনেই
এলোমেলো বাতাসে শূন্যে ভাসে
টুকরো কথা
ভালবাসার শব্দ
তেতো ইতিহাস
নিমের রসে মড়কের ওষুধ
এক এক অনুভূতি এক এক রকম
মিল নেই কারু সাথে কারুর
No comments:
Post a Comment