Saturday, August 18, 2012

ফেরারি

ভুল করেও তাকিয়ে দেখোনা
পেছনে
নির্লিপ্ত চোখ অপেক্ষামান
ফেলে আসা ভুল
এবড়ো খেবড়ো গলিঘুজিতে
জীবনের আটপৌড়ে সময়ে
গাঁথা আছে বিনিসুতায়
টেনে ধরতে পারে হাত
আস্তিনে আঁটকে গেলে পেরেক
গাট্টিবোচকা সব খুলে দেখো
কিছু কিছু ভুল এসে গেছে
ভুল করে সাথে
কিছু কিছু অভ্যাস থেকে গেছে
চামড়ার নীচে চুপচাপ
হুইপোকার মত ঢিবী ঢিবী করে
বুকের বিবিধ অনুভুতিতে মিশে

No comments:

Post a Comment