মাঝে মাঝে ফিরে যেতে হয়
সেই মৃত্যুকূপে
নিজের অজান্তে
মৃত ইচ্ছা
মৃত স্বাধ
মৃত সম্ভাবনা
নেড়ে চেড়ে দেখি লাশ
মৃত্যুকূপের চারিপাশে
সাজানো জীবনের ইতিহাস
লাশ হেঁটে চলে যায়
অভিনয় করে
জীবিতের ভূমিকায়
নিখুঁত
লাশ হাসে একাকী নিঃশব্দ হতাশায়
আলগা হয়ে ভাসে
ছড়ানো ছিটানো
উত্তেজিত দুপুর
উদাস সন্ধা আর ব্যর্থ রাত্রির
চারিপাশে লাশ অভিনয় করে
জীবিতের ভূমিকায়
নিখুঁত
সেই মৃত্যুকূপে
নিজের অজান্তে
মৃত ইচ্ছা
মৃত স্বাধ
মৃত সম্ভাবনা
নেড়ে চেড়ে দেখি লাশ
মৃত্যুকূপের চারিপাশে
সাজানো জীবনের ইতিহাস
লাশ হেঁটে চলে যায়
অভিনয় করে
জীবিতের ভূমিকায়
নিখুঁত
লাশ হাসে একাকী নিঃশব্দ হতাশায়
আলগা হয়ে ভাসে
ছড়ানো ছিটানো
উত্তেজিত দুপুর
উদাস সন্ধা আর ব্যর্থ রাত্রির
চারিপাশে লাশ অভিনয় করে
জীবিতের ভূমিকায়
নিখুঁত
No comments:
Post a Comment