Saturday, August 18, 2012

লুকানো সত্য

বাকলের মত
শুখিয়ে ঝরে যাওয়া শৈশবে
যেমন ছিল
তেমনি এখনও আছে
রহস্য
না বলা শব্দ
নির্লজ্ব নাম নিয়েও
অনেক লজ্বাতে বুক ফাটে
তবু মুখে ফোটে না
সত্য খইয়ের মতন
অপেক্ষা করে পুরাতন খাটালে
সাথে যাবে কবরে  নিঃশব্দে


No comments:

Post a Comment