বাকলের মত
শুখিয়ে ঝরে যাওয়া শৈশবে
যেমন ছিল
তেমনি এখনও আছে
রহস্য
না বলা শব্দ
নির্লজ্ব নাম নিয়েও
অনেক লজ্বাতে বুক ফাটে
তবু মুখে ফোটে না
সত্য খইয়ের মতন
অপেক্ষা করে পুরাতন খাটালে
সাথে যাবে কবরে নিঃশব্দে
শুখিয়ে ঝরে যাওয়া শৈশবে
যেমন ছিল
তেমনি এখনও আছে
রহস্য
না বলা শব্দ
নির্লজ্ব নাম নিয়েও
অনেক লজ্বাতে বুক ফাটে
তবু মুখে ফোটে না
সত্য খইয়ের মতন
অপেক্ষা করে পুরাতন খাটালে
সাথে যাবে কবরে নিঃশব্দে
No comments:
Post a Comment