Saturday, August 18, 2012

অবরোধ

ওরা থাকবে চিরকাল
জীবনের সাথে
শ্বাসরোধ করে
স্বপ্নের সাথে
না মিটলে স্বাধ কোনদিন আর
 সান্তনা দেবে
একা একা অশ্রুকে আলিঙ্গন করে
ঠেকে গেলে চিবুক থেকে কন্ঠাতে
শুকিয়ে দেবে
অশ্রুর দাগ
কিছু কিছু বেদনা সাথে রাখা ভাল
সব সুখ রোদে শুখিয়ে ঝেড়ে মুছে দ্যাখো
বেদনা লেগে থাকে থাক
কিছু কিছু ভুল সাথে রাখা ভাল
কিছু কিছু পুরানা অভ্যাস
ভুল ভুলে গেলে
বৃথা হবে শুধরানোর সব কৌশল


No comments:

Post a Comment