Sunday, January 18, 2015

সত্যের দুর্দশা

সবাই জানে
কেউ বলে না
সত্য এক লজ্বার মত 
অপ্রকাশিত থাকে 
সত্য এক অপরাধির মত
পালিয়ে বেড়ায়
কেউ বলে না
সত্য অবাঞ্ছিত
অনাহূতের মত
দূরে থাকে
কেউ কাছে ডাকে না
সবাই জানে
সত্য আছে ছায়ার মত
মিথ্যার ঠিক পেছনে
অপ্রত্যাশিত

No comments:

Post a Comment