Sunday, January 18, 2015

চক্র

অপরিচিত সব পথঘাট
অপরিচিত সব মানুষজন
শুধু আকাশ ছিল পরিচিত
সেই একই মেঘ 
অনুসরণ করছে অদ্যবধি
শুধু রঙ বদল হয়
আকাশ আর মেঘের
শুধু পরিচিত ছিল প্রতিবিম্ব
সেই একজোড়া চোখ
অনুসরণ করেছে পদচিহ্ন
সাজিয়ে রেখেছে স্মৃতি
লাভ আর ক্ষতি
অপরিচিত ছিল মন
অপরিচিত ছিল সুখ
সেই একই দুঃখ
অনুসরণ করেছে অদ্যবধি
শুধু কারণ বদলায়
দূঃখের
সেই পরিচিত পরিণতি
অপরিনত ইচ্ছা
পরিচিত ছিল দুঃখ
আগের মত অকপট
আগের মত চুপচাপ
কুঁড়ে কুঁড়ে খায় উইপোকার মতোন
সেই আগের মতোন

No comments:

Post a Comment