অপরিচিত সব পথঘাট
অপরিচিত সব মানুষজন
শুধু আকাশ ছিল পরিচিত
সেই একই মেঘ
অনুসরণ করছে অদ্যবধি
শুধু রঙ বদল হয়
আকাশ আর মেঘের
শুধু পরিচিত ছিল প্রতিবিম্ব
সেই একজোড়া চোখ
অনুসরণ করেছে পদচিহ্ন
সাজিয়ে রেখেছে স্মৃতি
লাভ আর ক্ষতি
অপরিচিত ছিল মন
অপরিচিত ছিল সুখ
সেই একই দুঃখ
অনুসরণ করেছে অদ্যবধি
শুধু কারণ বদলায়
দূঃখের
সেই পরিচিত পরিণতি
অপরিনত ইচ্ছা
পরিচিত ছিল দুঃখ
আগের মত অকপট
আগের মত চুপচাপ
কুঁড়ে কুঁড়ে খায় উইপোকার মতোন
সেই আগের মতোন
অপরিচিত সব মানুষজন
শুধু আকাশ ছিল পরিচিত
সেই একই মেঘ
অনুসরণ করছে অদ্যবধি
শুধু রঙ বদল হয়
আকাশ আর মেঘের
শুধু পরিচিত ছিল প্রতিবিম্ব
সেই একজোড়া চোখ
অনুসরণ করেছে পদচিহ্ন
সাজিয়ে রেখেছে স্মৃতি
লাভ আর ক্ষতি
অপরিচিত ছিল মন
অপরিচিত ছিল সুখ
সেই একই দুঃখ
অনুসরণ করেছে অদ্যবধি
শুধু কারণ বদলায়
দূঃখের
সেই পরিচিত পরিণতি
অপরিনত ইচ্ছা
পরিচিত ছিল দুঃখ
আগের মত অকপট
আগের মত চুপচাপ
কুঁড়ে কুঁড়ে খায় উইপোকার মতোন
সেই আগের মতোন
No comments:
Post a Comment