Sunday, December 9, 2012

ফিরে আসে বারে বারে

সময় ছিলনা ফিরে দেখার
আকাশ মেঘলা ছিল
দরকার ছিলনা ভেবে দেখার
ভুলগুলো
সাজানো থাকে মেঘের আড়ালে
নিয়ম করে এক ফাঁকে ঝরে যায়
নিয়ম মত স্তরে স্তরে
আবার ফিরে যায়
মেঘের আড়ালে

No comments:

Post a Comment