Sunday, December 9, 2012

ভাবছিনা আর কিছু

ভাবছিনা আর কিছু
মগজের এখন বিশ্রামের সময়
দেখছিনা আর কিছু
চোখের এখন ঘুমের সময়
শুনতে পাইনি অনেক কিছুই
এখন উল্লাসের সময়
আক্রোশ আর চিৎকারের
ক্রোধ, ইর্ষা আর কটু বাক্যেরা
স্বাধীনতা ঘোষনা করেছে
রাজ্যপাল হীনমন্যতা
শুনাতে পছন্দ
শুনতে অপছন্দ

No comments:

Post a Comment