Sunday, December 9, 2012

চক্র

ভুলগুলো এখন সীমার বাইরে
নষ্টরা অষ্টপ্রহর কৌতুক করে
গাট্টা মারে মাথার ভেতর
ভুল করে হয়ে যায় নেশার মতন
ভুলগুলো ছায়ার মত অনুসরন করে
কায়াহীন মায়া
যদি এমন হতো তাহলে কেমন হতো
সত্যরা সবাই হাসে
চড়াই উৎরাই
রোদ ঝড় বৃষ্টিতে
জ্বলে যায়, উড়ে যায়, ধুয়ে যায়
স্বপ্নের চূড়া

No comments:

Post a Comment