Saturday, August 18, 2012

যুদ্ধ যুদ্ধ খেলা

সব কথা শেষ হলে
হুল ফুটিয়ে গেলে
প্রতিটি কথার শেষে
কি সুক্ষভাবে
সেইসব এলো বেদনা থেকে
প্রত্যাশা না মেটার হতাশা থেকে
অপারগতার গ্লানি থেকে
সেইসব কথা শেষে  
ব্যাথা এলো শুধু
বোধের জানালাবিহিন দেওয়ালে মাথা খুটে
ভালবাসা
শুধু ভাল চাওয়া
প্রতিহিংসা যুদ্ধ প্রতিযোগিতার
অবকাশে
কেড়ে নেবার লালসা মাকড়শার  জালে অবরোধ
জয়ের বাসনা
কথা বা সম্পদ বা সম্রাজ্য বা নিয়ন্ত্রন
কাকে কোন নাম দেবে দাও
কি এসে যায়!!
সব কথা শেষে
রেশ থেকে যায় সেই পুরানা সুর
দখল, ভোগ, ঢেঁকুর, পরিত্যাক্ত আবর্জনা
স্পর্শ করেনা ভালবাসা
পৌরুষ ছাড়ে হুঙ্কার
যেখানে নিয়ন্ত্রন করার উপায় নাই
সেখানে মান সন্মান নাই
সেলামী রেখে যাও পৌরুষের কাছে
নিয়ন্ত্রনের চাবিকাঠি
অবরোধ করে রাখে দিনরাত
ভ্রমরের হৃদয়  

লুকানো সত্য

বাকলের মত
শুখিয়ে ঝরে যাওয়া শৈশবে
যেমন ছিল
তেমনি এখনও আছে
রহস্য
না বলা শব্দ
নির্লজ্ব নাম নিয়েও
অনেক লজ্বাতে বুক ফাটে
তবু মুখে ফোটে না
সত্য খইয়ের মতন
অপেক্ষা করে পুরাতন খাটালে
সাথে যাবে কবরে  নিঃশব্দে


পরিবর্তিত

এক তরফা ঢালাও নাম দিওনা
অনুভূতির
এক এক সময় এক এক রকম
এক এক সময় এক এক কারন
এক এক সময় এক এক ধরন
দুঃখগুলো শেষমেশ একসাথে মিশে গেলেও
সব নীল রঙ এক নয়
আকাশের সব রঙ ভিন্ন ভিন্ন
কারু সাথে কারু মিল নেই
হাতের রেখার মত
অনুভূতিগুলো তেমনি
এক এক বেদনা এক এক রকম
একবিন্দু সুখের মুখ দেখতে
আকাশ আর মাটির সমান ব্যাথার সাগর পেরুতে হয়
তবু তাকে ধরে রাখা যায়না এক মুহূর্ত
উধাও হয় এক নিমেষেই
খোঁজখবর না দিয়েই
ঠিকানা না রেখেই
কত শত মিনতি না শুনেই
এলোমেলো বাতাসে শূন্যে ভাসে
টুকরো কথা
ভালবাসার শব্দ
তেতো ইতিহাস
নিমের রসে মড়কের ওষুধ
এক এক অনুভূতি এক এক রকম
মিল নেই কারু সাথে কারুর

অবরোধ

ওরা থাকবে চিরকাল
জীবনের সাথে
শ্বাসরোধ করে
স্বপ্নের সাথে
না মিটলে স্বাধ কোনদিন আর
 সান্তনা দেবে
একা একা অশ্রুকে আলিঙ্গন করে
ঠেকে গেলে চিবুক থেকে কন্ঠাতে
শুকিয়ে দেবে
অশ্রুর দাগ
কিছু কিছু বেদনা সাথে রাখা ভাল
সব সুখ রোদে শুখিয়ে ঝেড়ে মুছে দ্যাখো
বেদনা লেগে থাকে থাক
কিছু কিছু ভুল সাথে রাখা ভাল
কিছু কিছু পুরানা অভ্যাস
ভুল ভুলে গেলে
বৃথা হবে শুধরানোর সব কৌশল


ফেরারি

ভুল করেও তাকিয়ে দেখোনা
পেছনে
নির্লিপ্ত চোখ অপেক্ষামান
ফেলে আসা ভুল
এবড়ো খেবড়ো গলিঘুজিতে
জীবনের আটপৌড়ে সময়ে
গাঁথা আছে বিনিসুতায়
টেনে ধরতে পারে হাত
আস্তিনে আঁটকে গেলে পেরেক
গাট্টিবোচকা সব খুলে দেখো
কিছু কিছু ভুল এসে গেছে
ভুল করে সাথে
কিছু কিছু অভ্যাস থেকে গেছে
চামড়ার নীচে চুপচাপ
হুইপোকার মত ঢিবী ঢিবী করে
বুকের বিবিধ অনুভুতিতে মিশে

তলানী

এখানে হাসি আছে
বিশুদ্ধ
এখানে কান্না আছে
অনাবিল শান্তির মাঝে
খুলে রাখে বুকের দেওয়াল
অমৃত ভেবে বিষ পানে
ব্যস্ত সবাই
এখানে নদী আছে
বিষাক্ত জলে লাশ ভাসে
শিশুদের 
মায়ের শরীর থেকে বিচ্ছিন্ন
হয়ে
ক্লান্ত হয়ে যায় জলজ জানোয়ার
এইসব নতুন খাদ্যে
আগের মতন
নেই সেই স্বাদ

ভ্রমন

মাঝে মাঝে ফিরে যেতে হয়
সেই মৃত্যুকূপে
নিজের অজান্তে
মৃত ইচ্ছা
মৃত স্বাধ
মৃত সম্ভাবনা
নেড়ে চেড়ে দেখি লাশ
মৃত্যুকূপের চারিপাশে
সাজানো জীবনের ইতিহাস
লাশ হেঁটে চলে যায়
অভিনয় করে
জীবিতের ভূমিকায়
নিখুঁত
লাশ হাসে একাকী নিঃশব্দ হতাশায়
আলগা হয়ে ভাসে
ছড়ানো ছিটানো
উত্তেজিত দুপুর
উদাস সন্ধা আর ব্যর্থ রাত্রির
চারিপাশে লাশ অভিনয় করে
জীবিতের ভূমিকায়
নিখুঁত

Monday, August 6, 2012

ততক্ষন

বুকের ভেতরে এখন আর কোন হট্টগোল নেই
সবকিছু চুপচাপ
হাটবাজার বন্ধ
কারফিউ লেগেছে বুকের শহরে
এখন শুধু চুপচাপ
নিঃশব্দে শিরাউপশিরা দিয়ে রক্ত চলাচল করে
থেমে যায় এক এক সময় সেখানে
যেখানে স্থবিরতা
পোকা লাগা গোলাপ মরখুন্ডে ফুল প্রসব করে
তবু বেঁচে থাকে খর্বকায়
শেকরে প্রান থাকা অবধি