সব কথা শেষ হলে
হুল ফুটিয়ে গেলে
প্রতিটি কথার শেষে
কি সুক্ষভাবে
সেইসব এলো বেদনা থেকে
প্রত্যাশা না মেটার হতাশা থেকে
অপারগতার গ্লানি থেকে
সেইসব কথা শেষে
ব্যাথা এলো শুধু
বোধের জানালাবিহিন দেওয়ালে মাথা খুটে
ভালবাসা
শুধু ভাল চাওয়া
প্রতিহিংসা যুদ্ধ প্রতিযোগিতার
অবকাশে
কেড়ে নেবার লালসা মাকড়শার জালে অবরোধ
জয়ের বাসনা
কথা বা সম্পদ বা সম্রাজ্য বা নিয়ন্ত্রন
কাকে কোন নাম দেবে দাও
কি এসে যায়!!
সব কথা শেষে
রেশ থেকে যায় সেই পুরানা সুর
দখল, ভোগ, ঢেঁকুর, পরিত্যাক্ত আবর্জনা
স্পর্শ করেনা ভালবাসা
পৌরুষ ছাড়ে হুঙ্কার
যেখানে নিয়ন্ত্রন করার উপায় নাই
সেখানে মান সন্মান নাই
সেলামী রেখে যাও পৌরুষের কাছে
নিয়ন্ত্রনের চাবিকাঠি
অবরোধ করে রাখে দিনরাত
ভ্রমরের হৃদয়
হুল ফুটিয়ে গেলে
প্রতিটি কথার শেষে
কি সুক্ষভাবে
সেইসব এলো বেদনা থেকে
প্রত্যাশা না মেটার হতাশা থেকে
অপারগতার গ্লানি থেকে
সেইসব কথা শেষে
ব্যাথা এলো শুধু
বোধের জানালাবিহিন দেওয়ালে মাথা খুটে
ভালবাসা
শুধু ভাল চাওয়া
প্রতিহিংসা যুদ্ধ প্রতিযোগিতার
অবকাশে
কেড়ে নেবার লালসা মাকড়শার জালে অবরোধ
জয়ের বাসনা
কথা বা সম্পদ বা সম্রাজ্য বা নিয়ন্ত্রন
কাকে কোন নাম দেবে দাও
কি এসে যায়!!
সব কথা শেষে
রেশ থেকে যায় সেই পুরানা সুর
দখল, ভোগ, ঢেঁকুর, পরিত্যাক্ত আবর্জনা
স্পর্শ করেনা ভালবাসা
পৌরুষ ছাড়ে হুঙ্কার
যেখানে নিয়ন্ত্রন করার উপায় নাই
সেখানে মান সন্মান নাই
সেলামী রেখে যাও পৌরুষের কাছে
নিয়ন্ত্রনের চাবিকাঠি
অবরোধ করে রাখে দিনরাত
ভ্রমরের হৃদয়