জীবন স্বরিসৃপের মত
মন্থর অথবা জড়
নিকোটিনে বন্দি
বেশ্যার যোনিতে বিলুপ্ত হয়
গ্রাহকের নাম, ঠিকানা, মান, সন্মান
খাটি গাওয়া ঘি বলে চলে যায়
দরদাম হেকে বাজারে বাজারে
সিএনজির চাকায় রোদ থেতলায়
পেটে ভাত নেই
হাতে আইপড আছে
জঙ্গলে হায়েনার উল্লাস
শহরের কোলাহলে মিশে
বিপদের সাইরেন হয়ে বাজে
জীবন স্তব্ধ হয়
স্রোতের মাথায় মাথায়
মরা মাছ ভাসে
ঘাতকেরা পালিয়ে বেড়ায়
শহর থেকে শহরে
পুরানা আর পরিচিত লাশেরা
হারানো জীবন দাবী করে
নতুন শহরে
মন্থর অথবা জড়
নিকোটিনে বন্দি
বেশ্যার যোনিতে বিলুপ্ত হয়
গ্রাহকের নাম, ঠিকানা, মান, সন্মান
খাটি গাওয়া ঘি বলে চলে যায়
দরদাম হেকে বাজারে বাজারে
সিএনজির চাকায় রোদ থেতলায়
পেটে ভাত নেই
হাতে আইপড আছে
জঙ্গলে হায়েনার উল্লাস
শহরের কোলাহলে মিশে
বিপদের সাইরেন হয়ে বাজে
জীবন স্তব্ধ হয়
স্রোতের মাথায় মাথায়
মরা মাছ ভাসে
ঘাতকেরা পালিয়ে বেড়ায়
শহর থেকে শহরে
পুরানা আর পরিচিত লাশেরা
হারানো জীবন দাবী করে
নতুন শহরে
No comments:
Post a Comment