Thursday, October 17, 2013

অধরা




খোলা মাঠ
গনগনে রোদ্দুরে
এক ঝাঁক কাক
মধ্যখানে বসে
অলস গাভী জাবর কাটে
নিমের নরম ডালে
দোল খায় চড়ুই পাখী
সেখান থেকে একটু নিচে
 খালের হাটু জলে
খেলা করে ছেলেপুলে
মৃত গাছের গুড়িতে বৃদ্ধ বসে
স্মৃতির দুয়ার খুলে
নেমে আসে কিশোর হয়ে
হাতের কব্জিতে ছ্যাচা খায়
হাটু জলে ঝাপ দিয়ে

No comments:

Post a Comment