অধরা
খোলা মাঠ
গনগনে রোদ্দুরে
এক ঝাঁক কাক
মধ্যখানে বসে
অলস গাভী জাবর কাটে
নিমের নরম ডালে
দোল খায় চড়ুই পাখী
সেখান থেকে একটু নিচে
খালের হাটু জলে
খেলা করে ছেলেপুলে
মৃত গাছের গুড়িতে বৃদ্ধ বসে
স্মৃতির দুয়ার খুলে
নেমে আসে কিশোর হয়ে
হাতের কব্জিতে ছ্যাচা খায়
হাটু জলে ঝাপ দিয়ে
No comments:
Post a Comment