সব দাসেরই প্রভু হবার বাসনা থাকে
সব প্রভুরাই কারু না কারু দাস থাকে
সব স্তরেই দাস আর প্রভু আছে
মুক্তি রুপকথা তাই প্রিয় পাঠ সবার কাছে
মুক্তি রুপকথা রাজ্যের মূল ফটকে
এক মৃত তালা ঝুলে
দাস আর প্রভুরা পালা করে
এই মৃত্যুর দায়ভার বহন করে
সব প্রভুরাই কারু না কারু দাস থাকে
সব স্তরেই দাস আর প্রভু আছে
মুক্তি রুপকথা তাই প্রিয় পাঠ সবার কাছে
মুক্তি রুপকথা রাজ্যের মূল ফটকে
এক মৃত তালা ঝুলে
দাস আর প্রভুরা পালা করে
এই মৃত্যুর দায়ভার বহন করে
No comments:
Post a Comment