Thursday, October 17, 2013

নতুন মোড়কে পুরানা মাল

এ্যাতদিন লুকিয়ে ছিল
পাশবিকতা
প্রেমে আর প্রেরণাতে
কিছুদিন হলো বাজারে এসেছে
সব চাইতে আধুনিক পণ্য
এই পাশবিকতা
পাশ্চাত্যের দেশগুলোতে
এর ব্যাপক চাহিদা
পুঁজিপতিরা কিনছে পাশবিকতা
খুচরা মূল্যে
ক্রমাগত বাজার যাচাই হচ্ছে
সব চাইতে নির্মম ও নিষ্টুর
বেইমান ও হিংস্র পশুকে
দেওয়া হবে
বিশ্ব খ্যাত
নোবেল শান্তি পুরস্কার
পাশবিকতাতে প্রশিক্ষিত করা হবে
ভ্রুন থেকে ভূমিতে 
শিশু থেকে তারুন্যে
তারপর বধ করা হবে
অপরিপূর্ন স্বপ্ন চোখে
মিশে যাবে ধূলিকণাতে
ভূতভবিষ্যৎ না জেনেই
সেই শিশু
পাশবিকতা পরিবর্তিত হবে
আবর্তিত হবে
ক্রমাগত নতুন নামে রুপে গন্ধে
গ্রাস করে নেবে সমগ্র জগত



বিবিধ

বিবিধ ----- ১

কেটে গেল এক মাস
দুঃসময়ের মুখোমুখি বসে
তেমনি ছিল বিগত এক বছর
অগাধ অপরিচিত অপ্রত্যাশিত
অপেক্ষা ছিল প্রেমের
অযাচিত বেদনাতে নীল
নির্বাসিত সুখ
অপরিচিত মুখ
খুঁজে পেয়েছে আশ্রয় অন্য কোথাও
অন্য কোনখানে ।

বিবিধ ----- ২

কিছু কিছু চলে যাওয়া এমন
কোন দাগ না রেখে মনের মাঝে
কিছু কিছু চলে যাওয়া এমন
বেহিসাবী
হিসাব নিকাষের বাইরে
চলে যাওয়া চুপচাপ
কোন স্মৃতি না রেখেই
সময়কে ফাকি দিতে যাবার নির্বুদ্ধিতা নিয়ে
কিছু কিছু চলে যাওয়া এমন

বিবিধ ---- ৩


আমি যা বলেছি
তুমি তা বুঝোনি
আমি যা ভেবেছি
তুমি তা ভাবোনি
আমি যা চেয়েছি
তুমি তা চাওনি
বলা, বোঝা, ভাবা, চাওয়া
যার যার তার তার
দুজনের ছিলনা
 সংযোগ ছিল বিচ্ছিন্ন

বিবিধ ---- ৪

পন্য তো শুধুই পন্য
শুধুই পন্য কেনেবেচা দরদাম কষে
সব পন্য রদ্দি হয়
বাজার হারায়
তখন কেউ কেনেনা
ফেলে চলে যায়
সেই পন্য পথের ধারে গলে যায়
ফাংগাসে ঢেলে ফ্যালে তারে
চুপি চুপি রুপ বদল করে
আবার সে ফিরে আসে বাজারে

বিবিধ ----৫
এমন হয়েছে অনেকদিন
খা খা রোদ্দুরের মাঝখানে
ঝম ঝম করে বৃষ্টি নেমেছে
এমন হয়েছে অনেকদিন
তোমার মুখ ভেসেছে মনের ভেতরে
সেখানে শুধুই আমার মন ছিল
একাকী
কোথাও ছিলেনা তুমি কদাচ
শুধু আমি ছিলাম
শুধু আমার মন ছিল
তুমিও ছিলে
শুধু তুমি ছিলেনা কোনদিন

বিবিধ ---৬

যা কিছু আমি চেয়েছি
আমাদের জন্য
 সেইসব কিছু  করতে চেয়েছ তুমিও
অন্য কারো সাথে
আমার সাথে নয়
তুমি আমার স্বপ্ন ছিনিয়ে নিয়ে
অন্য কোন চোখ দিয়ে তা দেখতে চেয়েছ
সব চোখে সব স্বপ্ন আটেনা
সব হৃদয় ভালবাসেনা
তোমার হৃদয়কে শুধাও
তুমি যেমন ভালবাসোনি আমাকে
তেমনি ওরা বোঝেনা ভালবাসা কাকে বলে
তাই সেখানে গভীরতা নেই
মুখস্ত করে কি ভালবাসা যায়?
ভালবাসা কি পুস্তকে লেখা হয়?
ভালবাসা কি বিক্রি হয়
দালালের মাধ্যমে
আদম ব্যাপারীর খাটালে?
অথবা কোন রুপসীর স্তনে?
ভালবাসা হৃদয়ে থাকে
সবার ভালবাসা সবার হৃদয়ে আটেনা
সব হৃদয় ভালবাসেনা


বিবিধ ----৭





Melted Away

The heart has multiple layers
Each layers camouflaged
One has mellow
One has shallow
One layer was all so blue
One layer was filled with autumn sun
another layer was filled with rocks
after been gone through trillion years of pain
The visible layer is decisive
Envelop intoxicated slowly
Layers jolted together
melt down desire in rages

একঘেয়ে

জীবন স্বরিসৃপের মত
মন্থর অথবা জড়
নিকোটিনে বন্দি
বেশ্যার যোনিতে বিলুপ্ত হয়
গ্রাহকের নাম, ঠিকানা, মান, সন্মান
খাটি গাওয়া ঘি বলে চলে যায়
দরদাম হেকে বাজারে বাজারে
সিএনজির চাকায় রোদ থেতলায়
পেটে ভাত নেই
হাতে আইপড আছে
জঙ্গলে হায়েনার উল্লাস
শহরের কোলাহলে মিশে
বিপদের সাইরেন হয়ে বাজে
জীবন স্তব্ধ হয়
স্রোতের মাথায় মাথায়
মরা মাছ ভাসে  
ঘাতকেরা পালিয়ে বেড়ায়
শহর থেকে শহরে
পুরানা আর পরিচিত লাশেরা
হারানো জীবন দাবী করে
নতুন শহরে




দাস-মালিক সম্পর্ক

সব দাসেরই প্রভু হবার বাসনা থাকে
সব প্রভুরাই কারু না কারু দাস থাকে
সব স্তরেই দাস আর প্রভু আছে
মুক্তি রুপকথা তাই প্রিয় পাঠ সবার কাছে
মুক্তি রুপকথা রাজ্যের মূল ফটকে
এক মৃত তালা ঝুলে
দাস আর প্রভুরা পালা করে
এই মৃত্যুর দায়ভার বহন করে

অধরা




খোলা মাঠ
গনগনে রোদ্দুরে
এক ঝাঁক কাক
মধ্যখানে বসে
অলস গাভী জাবর কাটে
নিমের নরম ডালে
দোল খায় চড়ুই পাখী
সেখান থেকে একটু নিচে
 খালের হাটু জলে
খেলা করে ছেলেপুলে
মৃত গাছের গুড়িতে বৃদ্ধ বসে
স্মৃতির দুয়ার খুলে
নেমে আসে কিশোর হয়ে
হাতের কব্জিতে ছ্যাচা খায়
হাটু জলে ঝাপ দিয়ে

কবর

আমি সূর্যকে ভয় করি
আলোতে স্পষ্ট দেখা যায়
অদ্যবধি যা কিছু ঘটে গেছে
এই হাটে
ভাঙ্গা হাড়ি, চুরমার কাঁচ
হতাশা, ক্রোধ, অমীমাংসিত বোধ
উচ্ছিষ্টের মত ছুড়ে ফেলে দেওয়া মন
কালাবাজারে বিক্রি হয়
মান সন্মান আপনজন 

আমি সূর্যকে ভয় করি
আঁধারের অপেক্ষা করি
চাঁদের মিষ্টি আলোতে
গল্প বলতে পারি
যা কিছু জ্বলে গেছে
সূর্যের আগুনে

আঁধারের অপেক্ষা করি

আলোতে হারিয়ে যাবার বড্ড ভয়
আঁধারে নিজেকে খুঁজে পাই