বুকে হাত রেখেছি
খুঁজে পাইনি
এমনকি অবশ হৃদপিন্ড
চোখে চোখ রেখেছি
সম্পুর্ন অনুপস্থিত ছিল
ভালবাসা
শুধু ক্ষুধা ছিল
না মনে না দেহে
শুধু বেঁচে থাকার প্রয়োজনে
শুধু ক্ষুধা ছিল কাগজের...
কাগজ ঠাসা পেটের ভেতরে
জ্বলে আগুন দাউ দাউ করে
সেখানে শুধু ছাই
বিশুদ্ধ আর পবিত্র ছাই
কেটে রাখে কালো আঁচড়
ফেলে যাওয়া সময়ের
এমনকি কোন টিউমার
পাইনি খুঁজে
হৃদপিন্ড খুঁজে খুঁজে
কেটে গেছে কত কত কাল
শুধু কালো কালো আঁচড়ের দাগ
কাঁটা ছিল শূন্য ডেকের উপরে
উড়ে গেলে বিশুদ্ধ ছাই
বাতাসে
খুঁজে পাইনি
এমনকি অবশ হৃদপিন্ড
চোখে চোখ রেখেছি
সম্পুর্ন অনুপস্থিত ছিল
ভালবাসা
শুধু ক্ষুধা ছিল
না মনে না দেহে
শুধু বেঁচে থাকার প্রয়োজনে
শুধু ক্ষুধা ছিল কাগজের...
কাগজ ঠাসা পেটের ভেতরে
জ্বলে আগুন দাউ দাউ করে
সেখানে শুধু ছাই
বিশুদ্ধ আর পবিত্র ছাই
কেটে রাখে কালো আঁচড়
ফেলে যাওয়া সময়ের
এমনকি কোন টিউমার
পাইনি খুঁজে
হৃদপিন্ড খুঁজে খুঁজে
কেটে গেছে কত কত কাল
শুধু কালো কালো আঁচড়ের দাগ
কাঁটা ছিল শূন্য ডেকের উপরে
উড়ে গেলে বিশুদ্ধ ছাই
বাতাসে
No comments:
Post a Comment