অপ্রয়োজনে কেউ কাছে এলে
সবাই তিরস্কার করে
তাই ভালবাসার রুপকথা বলতে হয়
প্রয়োজনের কথা খামে ভরে রেখে
তারপর ভালবাসার রুপকথা শুনে শুনে
মন আছন্ন হলে গভীর ঘুমে
খাম থেকে প্রয়োজনের সব গল্পেরা এসে
খুঁজে নেয় যার যার অবস্থান
ভালবাসার রুপকথার নেশা কেটে গেলে
সূর্য উঠে নিদারুন আগুন হয়ে ...
শুখিয়ে দেয় ভালবাসার ফল্গুধারা
প্রয়োজনের গল্পেরা বুকের কাছে এসে
শ্বাস নেয় জোরে জোরে
রুপকথা ঝাপি বন্ধ করে উদাস হয় চোখ
অকারনে অশ্রু ঝরে
মাটির ভাঙ্গা পুতুল ভাগাড়ে ছুরে ফেলে
প্রয়োজনের গল্পেরা রুপকথা খেয়ে ফ্যালে
পরিতৃপ্তির ঢেকুর তুলে
যার যার অবস্থান থেকে
নতুন এক দিন শুরু করে ।
সবাই তিরস্কার করে
তাই ভালবাসার রুপকথা বলতে হয়
প্রয়োজনের কথা খামে ভরে রেখে
তারপর ভালবাসার রুপকথা শুনে শুনে
মন আছন্ন হলে গভীর ঘুমে
খাম থেকে প্রয়োজনের সব গল্পেরা এসে
খুঁজে নেয় যার যার অবস্থান
ভালবাসার রুপকথার নেশা কেটে গেলে
সূর্য উঠে নিদারুন আগুন হয়ে ...
শুখিয়ে দেয় ভালবাসার ফল্গুধারা
প্রয়োজনের গল্পেরা বুকের কাছে এসে
শ্বাস নেয় জোরে জোরে
রুপকথা ঝাপি বন্ধ করে উদাস হয় চোখ
অকারনে অশ্রু ঝরে
মাটির ভাঙ্গা পুতুল ভাগাড়ে ছুরে ফেলে
প্রয়োজনের গল্পেরা রুপকথা খেয়ে ফ্যালে
পরিতৃপ্তির ঢেকুর তুলে
যার যার অবস্থান থেকে
নতুন এক দিন শুরু করে ।
No comments:
Post a Comment