Sunday, September 22, 2013

বুনো ফুল

আমি কেঁদেছি ঠিকই
তবে লুকিয়ে ফেলেছি অশ্রু
মিশে যেতে দেইনি মেঘে
মিশে গেলে মিলে যেতো
হারিয়ে ফেলতো স্বকীয়তা
আমি লুকিয়ে ফেলেছি অশ্রু
আলো আঁধারে ডেউয়ের দোলায়
ভেসে যেতে দিইনি স্রোতে
ভেসে গেলে খুঁজে নিতো
অন্য এক নাম অন্য এক বাকে
হারিয়ে ফেলতো আমার নাম
বুনো ফুলের সুবাস
আমি লুকিয়ে ফেলেছি অশ্রু
কারু চোখে পড়তে দেইনি
দেখে ফেললে মূল্য হারাতো
অমূল্য মনিমুক্তো

No comments:

Post a Comment