Sunday, September 22, 2013

শূন্য

বুকে হাত রেখেছি
খুঁজে পাইনি
এমনকি অবশ হৃদপিন্ড
চোখে চোখ রেখেছি
সম্পুর্ন অনুপস্থিত ছিল
ভালবাসা
শুধু ক্ষুধা ছিল
না মনে না দেহে
শুধু বেঁচে থাকার প্রয়োজনে
শুধু ক্ষুধা ছিল কাগজের...
কাগজ ঠাসা পেটের ভেতরে
জ্বলে আগুন দাউ দাউ করে
সেখানে শুধু ছাই
বিশুদ্ধ আর পবিত্র ছাই
কেটে রাখে কালো আঁচড়
ফেলে যাওয়া সময়ের
এমনকি কোন টিউমার
পাইনি খুঁজে
হৃদপিন্ড খুঁজে খুঁজে
কেটে গেছে কত কত কাল
শুধু কালো কালো আঁচড়ের দাগ
কাঁটা ছিল শূন্য ডেকের উপরে
উড়ে গেলে বিশুদ্ধ ছাই
বাতাসে

জড়ো

অপ্রয়োজনে কেউ কাছে এলে
সবাই তিরস্কার করে
তাই ভালবাসার রুপকথা বলতে হয়
প্রয়োজনের কথা খামে ভরে রেখে
তারপর ভালবাসার রুপকথা শুনে শুনে
মন আছন্ন হলে গভীর ঘুমে
খাম থেকে প্রয়োজনের সব গল্পেরা এসে
খুঁজে নেয় যার যার অবস্থান
ভালবাসার রুপকথার নেশা কেটে গেলে
সূর্য উঠে নিদারুন আগুন হয়ে ...
শুখিয়ে দেয় ভালবাসার ফল্গুধারা
প্রয়োজনের গল্পেরা বুকের কাছে এসে
শ্বাস নেয় জোরে জোরে
রুপকথা ঝাপি বন্ধ করে উদাস হয় চোখ
অকারনে অশ্রু ঝরে
মাটির ভাঙ্গা পুতুল ভাগাড়ে ছুরে ফেলে
প্রয়োজনের গল্পেরা রুপকথা খেয়ে ফ্যালে
পরিতৃপ্তির ঢেকুর তুলে
যার যার অবস্থান থেকে
নতুন এক দিন শুরু করে

বুনো ফুল

আমি কেঁদেছি ঠিকই
তবে লুকিয়ে ফেলেছি অশ্রু
মিশে যেতে দেইনি মেঘে
মিশে গেলে মিলে যেতো
হারিয়ে ফেলতো স্বকীয়তা
আমি লুকিয়ে ফেলেছি অশ্রু
আলো আঁধারে ডেউয়ের দোলায়
ভেসে যেতে দিইনি স্রোতে
ভেসে গেলে খুঁজে নিতো
অন্য এক নাম অন্য এক বাকে
হারিয়ে ফেলতো আমার নাম
বুনো ফুলের সুবাস
আমি লুকিয়ে ফেলেছি অশ্রু
কারু চোখে পড়তে দেইনি
দেখে ফেললে মূল্য হারাতো
অমূল্য মনিমুক্তো