Saturday, June 9, 2012

উপেক্ষা

তোমার দরজার বাইরে
দাঁড়িয়ে ছিলাম অহর্নিশি
অনুভব করোনি
ঝরে যাওয়া হলুদ পাতার উপর দিয়ে
হেঁটে চলে গেছো
ভ্রুক্ষেপ না করেই
অভিনয় তো করিনি
সহজভাবে বলেছি
সারাদিন খুঁজেছি
সারাটা আকাশে
কোন ছায়া দেখে
দৌড়ে গিয়েছি
ভেবেছি
এই বুঝি সময় হয়েছে
নক্ষত্র চেনার

No comments:

Post a Comment