Friday, June 29, 2012

অবশিষ্ট



সময় মাঝে মাঝে বৈরী হয়
বদল করেনা কিছুই
থাকার উপায় নেই
তাই চলে যায়
ভাটির টানে জল শুখালে
পেছনে রেখে যায় কঙ্কাল
ব্যর্থতা, অকেজো স্মৃতি
আর চিনচিনে ব্যাথা
শিরাউপশিরা ছিড়ে রেখে যায়
ভাঙা আরশীতে জীর্ণ
মুখ, ক্লান্ত চুল, অবশ হাত
পরম যত্নে লালিত
স্বপ্ন সাথ ছেড়ে চলে যায়
আগন্তকের হাত ধরে

No comments:

Post a Comment