Saturday, August 17, 2013

সুহাসিনী

মরুভুমি ছিল
মরিচিকা ছিল
বুক বেঁধেছিল মরূদ্যানের
সুহাসিনী সেই মেয়ে
জোছনাতে ভেজা স্নিগ্ধ চুলে
নেচেছিল খুশী চোখের তারায় নিয়ে
হেসেছিল ঠোটে মিষ্টি হাসি
নগ্ন পায়ে পথ চলে চলে
মরু মাকরসা শুষেছিল
তার শোনিত ধারা...
চিকচিকে বালু
দিয়েছিল ঢেকে
ফ্যাকাসে সেই মেয়ে্র শবে
নুপুরটা শুধু ঝিকমিক করে
জেগেছিল

তারার আলোতে
সারারাত ধরে